তবে একটি বিষয়ে প্রায় সকলেই একমত হবেন। তাহলো, কিভাবে আমরা প্রতিপত্তি অর্জন করবাে, এটা আজ সকলের চিন্তা-ভাবনার বিষয়। প্রতিপত্তি বলতে কি বােঝায়? প্রতিপত্তি বলতে বােঝায় সামাজিক স্বীকৃতি। যে স্বীকৃতি আপনাকে সকলের থেকে আলাদা করে দেবে। আপনি অন্যকে প্রভাবিত করার মতাে অবস্থানে পৌঁছতে পারবেন। এই প্রতিপত্তি কিভাবে অর্জন করতে হবে? একি আমাদের জন্মগত অধিকার নাকি আমরা আমাদের আচরণের দ্বারা একে আত্মস্থ করি? যুগে যুগান্তরে এই বিষয়টির ওপর আলােকপাতের চেষ্টা করা। হয়েছে। এগিয়ে এসেছেন মনােবিজ্ঞানীরা। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজ বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত দেখা গেছে, প্রতিপত্তি বিস্তার করার একটি কৌশল আছে। আমরা যদি সুদীর্ঘ দিন ধরে সেই কৌশলটি অক্ষরে অক্ষরে পালন করি তাহলে একদিন যথেষ্ট। প্রভাবশালী মানুষ হয়ে উঠতে পারবাে।