ডাহা মিছে কথা লিখেছে স্যর। সব মনগড়াননা কথা। ওরা আমার আসল পেশা জানে না। আসল কথা, জয়শঙ্কর বাজপেয়ীকে পুলিশ একেবারেই সুনজরে দেখতে পারে না। তাই এই সব আজে বাজে কথা আমার নামে লিখেছে। আপনি ওদের রিপাের্ট একটুও বিশ্বাস করবেন না। ওরা তিলকে তাল করে। আমার আসল ব্যবসা হল এক্সপাের্ট-ইমপাের্ট। আপনিই বলুন না স্যর, যখন ' জিনিস আমদানি করি এবং সেই জিনিস যদি কাস্টমসের কর্তাদের চোখে না পড়ে তবে দোষটা কী আমার? কাস্টমস যে কাজে ফাকি দিচ্ছে এই কথাটি কেউ বলবে না। সবাই আমাকে দুষবে, বলবে, জয়শঙ্কর বাজপেয়ী স্মাগলার।