রাসসুন্দরী শুনতেন চণ্ডীমণ্ডপ বা দরদালান যেখানেই হােক পাঁচজন পুরষ একত্র বসলেই এরকম কথাবার্তা হত। কেউ বলতেন, 'এতকাল ইহা ছিল না। একালে বুঝি হইয়াছে। এখন মাগের নাম ডাক, মিনসে জড়ভরত। আমাদের কালে এত আপদ ছিল না।' অন্যজন তাতে সায় দিয়ে বলতেন, এখন মেয়ে রাজার কাল হইয়াছে। দিনে দিনে বা আর কত দেখিব। এখন যেমত হইয়াছে, ইহাতে আর ভদ্রলােকের জাতি থাকিবে না। এই মেয়ে রাজা' হচ্ছেন মহারানী ভিক্টোরিয়া। জাতিচ্যুত হবার আশঙ্কায় সবাই আতঙ্কিত হয়ে ভাবতেন, এখন বুঝি সকল মাগীরা একত্র হইয়া লেখাপড়া শিখিবে।