অলকানন্দা বিধৌত শ্রীনগরের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা মহাপতি শা। তার রাজত্বে প্রজারা মােটামুটি সুখস্বাচ্ছন্দ্যে, দিনাতিপাত করতেন। কিন্তু তাঁর উত্তরসূরী দুলারাম, যিনি ১৫৮০ খ্রিস্টাব্দে সিংহাসনে আরােহণ করেন, অত্যন্ত শঠ প্রকৃতির নৃপতি ছিলেন। কাতুরিরাজ সুখলাল দেও-এর সঙ্গে কুমায়ুনের রুদ্রাদের সুসম্পর্ক ছিল না। উভয়ে উভয়ের প্রতি বৈরি মনােভাবাপন্ন ছিলেন। দুলারাম সেটা জানতেন। তিনি সুখরামকে চক্রান্ত করে তার বিরুদ্ধে নানাভাবে ইন্ধন যােগাতেন। কুমায়ুনরাজ তখন পারকু-কে গাড়ােয়াল বিজয়ের নির্দেশ দিয়েছিলেন। যুদ্ধে পারকু নিহত হন। এরপর থেকে গাড়ােয়াল ও কুমায়ুনী রাজাদের মধ্যে প্রায়শ যুদ্ধবিগ্রহ চলতে থাকে। ফলে সীমান্ত অঞ্চলগুলি সর্বদা উত্তপ্ত থাকত, গ্রামের মানুষ তাতে অতিষ্ঠ হয়ে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। দীর্ঘদিন সেখানকার চাষাবাদ বন্ধ ছিল। মানুষের তখন দুর্দশার অন্ত ছিল না।