বর্তমান বিশ্বের প্রগতির মূলে রয়েছে প্রযুক্তিগত গবেষণা। এই গবেষণার ফলেই নতুন তথ্য, মতবাদ এবং জীবনধারণের উন্নততর সুযােগসুবিধাগুলি আমরা সহজে লাভ করেছি। বিশ্বের রহস্য উদঘাটনের আগ্রহই মানুষকে আদিম কুসংস্কারাচ্ছন্ন ভয়ভীতি-সংস্কার থেকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের দিকে পরিচালিত করছে।