সেদিন বিকেল থেকেই আকাশে মেঘের জটলা দেখা গেল। সূর্য ডােবার আগেই গ্রামভাউসা বন্দর এলাকা সমুদ্র অন্ধকার হয়ে গেল।ফ্রান্সিস কেবিনঘরে শুয়েছিল। মারিয়া বিছানায় বসে রুমাল সেলাই করছিল। কাজের মধ্যেই ফ্রান্সিসের সঙ্গে গল্প করছিল। আকাশে মেঘ জমা, বাতাস পড়ে যাওয়া এসব ফ্রান্সিস মারিয়া বুঝতে পারেনি। জাহাজের নজরদার মাস্তুলের মাথায় ওর জায়গা থেকে নেমে এলাে। ডেক-এ বিশ্রামরত দু'তিনজন ভাইকিং-এর কাছে এলাে। নজরদার হাত তুলে ওদের আকাশের অবস্থা দেখাল। ওরা।