নদিয়া গাঙ্গেয় সমতট। প্রাচীনকালের নদিয়ার অবস্থানগত অঞ্চলের ভৌগােলিক নাম ও চতুঃসীমা বর্তমানকালে এতদূর পরিবর্তন হয়েছে যে, বর্তমান নদিয়ার সঙ্গে পূর্বেকার ইতিহাসের নদিয়ার ভৌগােলিক অবস্থানে কোনও সামঞ্জস্য নেই এবং সেই অবস্থান নিরূপণ করা প্রায় দুঃসাধ্য। একথা সুবিদিত যে, প্রাচীন ভারতীয় ইতিহাসের ধারা যে ভৌগােলিক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত ছিল— সেই অঞ্চলের আধুনিককালের নাম বাংলা বা পশ্চিমবঙ্গ, কিন্তু প্রাচীন ইতিহাসের মূল প্রবাহের সঙ্গে প্রাচীনকালের নদিয়ার সংযােগ অনির্ণেয়।