আত্মবিস্মৃতি এবং স্বল্পস্মৃতির এই শতাব্দীতে স্বামী বিবেকানন্দ বহু বাধাবিপত্তি পেরিয়ে আজও কেমন করে সংখ্যাতীত মানুষের মনের মধ্যে এমনভাবে বেঁচে রইলেন, তা এক পরমবিস্ময়। এর একটা কারণ বােধ হয় তার স্বপ্ন ও বক্তব্যগুলির অফুরন্ত প্রাণশক্তি। তার ছােট ছােট , কথাগুলিও সব শ্রেণির মানুষের মনে আজও বিস্ময় জাগায়, কখনও কখনও বুকে আগুন ধরায়। অনেকের মনে পড়ে যায়, অতি সামান্য সময়ের জন্য তিনি বেঁচেছিলেন, কিন্তু তারই মধ্যে কপর্দকশূন্য অবস্থায়। বিশ্বের সুদূরতম প্রান্তে পৌছে ভিন্ন মতের মানুষের মুখােমুখি হতে তিনি কখনও ভয় পাননি।