আমি আসলে কী করি সেটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। কারণ কাজটা আমি স্রেফ করে ফেলি। ভালবাসার কথা ভাবুন এক মুহূর্ত। লােকে যখন প্রেমে পড়ে, তারা জানে এর অনুভূতি কীরকম—ভালবাসার ব্যাপারটি হঠাৎ করেই ঘটে যায় এবং যারা প্রেমে পড়ে তারা বিষয়টি বুঝতে পারে। এটি ঠিক যেন ব্যাখ্যা করে বােঝানাের মতাে নয়। তবে একজন বিজ্ঞানী হলে তিনি বলবেন ভালবাসা হলাে রসায়নের মতাে, আমরা যখন কারও প্রেমে পড়ি তখন আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, মুখমণ্ডল হয়ে ওঠে রক্তিম, ঘেমে ওঠে হাতের তালু। এসব ঘটে আমাদের শরীর থেকে ডােপামিন এবং নােরপাইনফ্রিন নি:সরণের কারণে।