দুনিয়ার মুসলমান বর্তমানে দুইভাগে বিভক্ত হইয়া গিয়াছে। একভাগ মুসলমান আল্লাহ্কে বিশ্বাস করে কিন্তু ইসলাম ধর্মের নিয়ম মানিয়া চলেনা। গুনাহ্ অপরাধ দুর্নীতি বেইমানী এবং আল্লাহ্র আদেশ অমান্য করে এবং অপর ভাগ মুসলমান আল্লাহ্র রসূলকে বিশ্বাস করে এবং ইসলাম ধর্মের আদেশ নিষেধ অনুশাসণ মানিয়া গুনাহ হইতে বিরত থাকিয়া সাধারণ জীবন যাপন করে। মুসলমান অনেক কাজকে গুনাহ্ নহে মনে করিয়া জ্ঞানের অজ্ঞতায় গুনাহ্ করিয়া ফেলে। কোন কোন কাজ করিলে মুসলমানের আমল নামায় গুনাহ্ লিখা হয় তাহা এই বইতে লিখা হইয়াছে। মুসলমানকে অবশ্যই এই সকল গুনাহ্ হইতে বিরত থাকিতে হইবে। মুসলমান কেন গুনাহ্ এবং অন্যায় অপরাধ করে ইহার গোপন রহস্য এই বইতে বিষদভাবে লিখা হইয়াছে। দুনিয়ার সকল মুসলমানকে এই রহস্যের কথা জানিতে হইবে। দুনিয়ার সকল কাজে আল্লাহ্তায়ালা মানুষের জন্য অনেক ছোয়াবের উপকরণ রাখিয়াছেন। কোন কোন কাজ করিলে মুসলমানের আমলনামায় বিশাল পরিমাণ ছোয়াব জমা হইবে তাহা এই বইতে বিষদভাবে লিখা হইয়াছে।