এই নিরন্তর ছুটে চলার যান্ত্রিক যুগে আমাদের মানসিক প্রশান্তি ধরে রাখা প্রায়ই সম্ভব হয় না। শৈশব থেকে ক্রমাগত অভিভাবকদের কাছ থেকে আমি কী পারি— তা না শুনে বেশির ভাগ সময় কী পারি না, তা শুনতে শুনতে ‘আত্মমর্যাদা প্রায় তলানিতে পৌছে যায়। আজহারুল ইসলাম এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে আলােকপাত করে তা অত্যন্ত সহজবােধ্য এবং আকর্ষণীয়ভাবে পাঠককে উপহার দিয়েছেন। আশা করছি এদেশের পাঠকসমাজ, বিশেষ করে তরুণরা এই বইটি পড়ে এর নির্দেশনাগুলাে নিজেদের জীবনে অনুশীলন করবেন।