মানুষ অদম্য। অপরাজেয়। শারীরিক প্রতিবন্ধিতাও তাকে নিরস্ত্র করতে পারে না। ক্রাচে ভর করে মানুষ উঠে পড়ে সুউচচ পর্বতের চূড়ায় । দুই হাত নেই, দুই পায়ে লিখে কেউ-বা অর্জন করে সর্বোচ্চ ডিগ্রি। তেমনি অর্থনৈতিক বাধা, সামাজিক বাধা, প্রাকৃতিক বাধা জয় করেই মানুষ এগােতে থাকে ।