বৈরী প্রতিবেশে মানুষের মধ্যে শুরু হলাে অস্তিত্বের লড়াই। কোথাও শত্রুপক্ষ জন্তু-জানােয়ার, আবার কোথাও মানুষ স্বয়ং। শুরু হলাে দলবদ্ধভাবে বাঁচার পরিকল্পনা। খাওয়া আর ঘুম ছাড়াও তারা কিছু করতে চায়। অস্তিত্ব রক্ষায় তারা যেমন শক্তিশালী হতে চায়, তেমনি স্বপ্ন দেখে আরামপ্রদ ও অধিকতর সুবিধাজনক জীবনযাপনের। শুরু হলাে বুদ্ধিগত শক্তির অনাড়ম্বর পদযাত্রা। একটু একটু করে জুলতে শুরু করল চিন্তা-চেতনার আধেক ফুরসৎ। এক সময় সে দাবি করল নিজের পরিচয়। হয়ে উঠল রহস্যময় জীবনের অভিযাত্রী।