সংকট-ই নতুন নতুন তত্ত্বের জন্ম দেয় এবং পুরােনাে তত্ত্বকে নবাগত ধারণার নিরিখে পর্যালােচনাও অব্যাহত রাখে। প্রয়ােগের মধ্য দিয়ে তত্ত্বের ব্যবহারউপযােগিতা যাচাই করে নেয় বৌদ্ধিক সমাজ। এই প্রক্রিয়া অনবরত চলতে থাকে ঠিক সমুদ্রের নিরবচ্ছিন্ন ঢেউয়ের মতাে। যতক্ষণ তত্ত্বকে প্রয়ােগে আর প্রয়ােগকে তত্ত্বে যাচাই করে নিতে পারে মানুষ ততক্ষণ তার জীবনে তাৎপর্য উপলব্ধির গুরুত্ব ফুরিয়ে যায় না কখনও।