গীতা হল মহাভারতের প্রক্ষিপ্ত অংশ। এখানে দেখিয়েছি গীতায় বহু স্ববিরােধিতা আছে। মহাভারতের চরিত্রগুলাে নিয়েও আলােচনায় এসেছি। পঞ্চপাণ্ডবদের দুই মাতা কুন্তী এবং মাদ্রী ছিলেন বহুগামী। অবশ্য মহাভারতের পঞ্চপাণ্ডবরাও ছিলেন বহুগামী। পুরাণ যতটা পুরনাে বলে মনে হয়, আদৌ ততটা নয়। পুরাণ রচিত হয়েছিল আড়াইশাে খ্রিস্টাব্দ থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে।