রাজনীতি ক্রমশ ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে। বিদ্যা বাণিজ্য হয়ে উঠেছে। প্রযুক্তির নামে ছেলেমেয়েদের রােবট তৈরি করা হচ্ছে। স্পেকটেটর স্পাের্টস বিশেষ করে ক্রিকেট যা একটি কোটি কোটি টাকার বাণিজ্য আর রাজনীতি ছাড়া কিছুই নয় তা অদ্ভুতভাবে মানুষের মধ্যে মাদকতার সৃষ্টি করছে। তারা ভাবছে প্রতিদিন ক্রিকেট খেলা দেখতে হয় নয়তাে পিছিয়ে পড়তে হয়। ছেলেমেয়েরা বিভ্রান্ত। তারা জীবনে কোনটি অগ্রাধিকার ঠিক করতে পারছে না। সবাই ভাবছে জয়েন্ট এনট্রান্স পাস করতে পারলেই কেরিয়র তৈরি হয়ে গেল।