ভােরবেলা থেকে পেঁজা তুলাের মতন পাতলা তুষার দুলতে দুলতে নামছে। বৃষ্টির শব্দ থাকে, কিন্তু তুষারপাত একেবারে নিঃশব্দ। আস্তে আস্তে সাদা হয়ে আসছে গাছগুলাের মাথা। এদিকটায় নদীর ধারে সারি সারি উইলাে গাছ, ঝুঁকে আছে জলের দিকে। এই গাছগুলির নাম উইপিং উইলাে, দেখলেই কেমন যেন করুণ আর বিষন্ন মনে হয়। আরও অনেক গাছ এখানে, তার মধ্যে পপলার ও মেপ্ল চেনা যায়।