বালিগঞ্জ প্লেসের এই একতলা বাড়িটার দক্ষিণ কোণের ঘরটা সত্যিকারের আর্টিস্ট ভাবুক মানুষের পক্ষে একটি আদর্শ আশ্রয়। জানালার পাশেই মাঠটার আরম্ভ। কলকাতার বর্ষার আদরে ঘাসভরা মাঠটা যেন আহ্লাদে কেঁপে উঠেছে সতেজ সবুজে কানায় কানায় ভরা। চারদিকের পীচ ঢালা চারটে রাস্তা যেন পালিশ করা চারটে কালাে ফ্রেম, এই সবুজের উচ্ছলতাকে শক্ত করে বেঁধে রেখেছে। জানালার ঠিক বাইরেই পর পর কতগুলি কাঠাল আর শিউলি—একটা বারােমেসে. ছায়া জায়গাটাকে যেমন ঠাণ্ডা তেমনি স্যাতসেঁতে করে রেখেছে। গাছের গােড়ায় কদিন থেকে ঝরা শিউলি জমে উঠেছে।