দিল্লির একপ্রান্ত থেকে শুরু হয়ে ন্যাশনাল হাইওয়ে ২৪ মিরাটের দিকে চলে গেছে। প্রশস্ত রাস্তা। গাজিয়াবাদ অবধি রাস্তার দুধারে বেশ কিছু সােসাইটি আর কলােনি দাঁড়িয়ে আছে। আবার সেগুলাে ছাড়িয়ে গেলে চাষের খেত চোখে পড়ে। রাস্তায় গাড়ির বিরাম নেই। গরুর গাড়ি থেকে শুরু করে ছােট গাড়ি, বাইক এমনকি দামি বিদেশি সেডান আর এসইউভি সব রকম গাড়িই সেই রাস্তায় চলছে। দিল্লি থেকে লখনৌ অবধি চলে যাওয়া এই চওড়া রাস্তার দুপাশে আধুনিক ভারত, প্রাচীন ভারত, আললাময় ভারত, অন্ধকার ভারত সব মিলে মিশে একসঙ্গে সহাবস্থান করছে।