সুলেখার পিতা কলিকাতার একজন নামজাদা ধনী ব্যক্তি। মনােমতাে জামাতা পাইয়া বিশেষ সমারােহের সহিত তিনি কন্যার বিবাহ-কার্য সম্পন্ন করেন, কিন্তু বিবাহােৎসব সর্বাঙ্গসুন্দর হইতে পারে নাই। তাহার জ্যেষ্ঠা কন্যা লাবণ্যর স্বামী প্রশান্তকুমার ঘােষ এলাহাবাদ হাইকোর্টের একজন বিখ্যাত ব্যারিস্টার। সুলেখার বিবাহের সময় লাবণ্যর একটি বালক-পুত্র গুরুতরভাবে পীড়িত ছিল বলিয়া লাবণ্য অথবা প্রশান্ত কেহই কলিকাতায় আসিয়া বিবাহে যােগদান করিতে পারে নাই। সেই দুঃখ যথাসম্ভব লাঘব করিবার অভিপ্রায়ে তাহারা অবনীশ এবং সুলেখাকে সনিবন্ধে এলাহাবাদে নিমন্ত্রণ করিয়াছে।