শরৎচন্দ্রের কথা মনে রেখে এবং তাঁর স্বমহিম অবস্থানকে যথাযথমর্যাদায় স্থাপন করেও বলা যায়, আশাপূর্ণা দেবী একালের কথাসাহিত্যে নারীমনস্তত্ত্বের শ্রেষ্ঠ রূপকার, নারীচরিত্রের সর্বোত্তম স্থপতি। কত বিচিত্র নারীর আসা-যাওয়ার ছবিতে উদ্ভাসিত তাঁর গল্প-উপন্যাস, কত আশ্চর্য ইচ্ছা-অনিচ্ছার দোলায়িত লীলায় রঙিন তাদের জীবনবৃত্তান্ত যে, মুগ্ধ বিস্ময়ে জানতে আগ্রহ হয়, এরা সবাই কি তার অভিজ্ঞতা-জগতের স্মারক? না কি, কিছু চরিত্র যতটা স্মৃতি দিয়ে ঘেরা, তার চেয়ে বেশি চরিত্র স্বপ্ন দিয়ে তৈরি?