মােটামুটি এরকম একটা ভাবনা আমার মনকে আশ্রয় করে আছে এই খণ্ডে গৃহীত আশাপূর্ণার ছ’টি উপন্যাস, তন্ন তন্ন করে পাঠের কালমিতিতে। বিজয়ী বসন্ত’ উপন্যাসে একটা সম্ভাব্য বাস-দুর্ঘটনার নাটকীয় পরিস্থিতির মধ্যে অনন্যা যে সহযাত্রী গৌতমের সঙ্গে পরিচিত হন—সেটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট। তাতেই বুকের মধ্যে চাপ। তাতেই আত্মবিশ্লেষণ। তাতেই রাতে বেলার গান আসে তার মনে। এই নিয়ে গল্প চলতে থাকলে একটা জব্বর রােম্যান্টিক কাহিনি লেখা যেত। কিন্তু আশাপূর্ণা দেন না গল্প।