এ-ভাবেই একের পর এক করে, বিভিন্ন সুযােগ-সুবিধায় সমৃদ্ধ হয়ে রকমারী ক্যামেরা হাজির হতে লাগলাে, তার সঙ্গে-সঙ্গে চাহিদাও বৃদ্ধি পেলাে আগ্রহশীল ফটোগ্রাফারদের আকাঙক্ষা মেটাতে। বহু কাজের সহায়ক হয়ে ফটোগ্রাফি একটি বিশেষ স্থান অধিকার করে নিলাে অতি সহজেই। আজও সেভাবেই প্রচেষ্টা চলেছে নানা কাজের উপযােগী করে বিভিন্ন রকমের ক্যামেরা প্রস্তুত করার।