দেশীয় শিল্প-বাণিজ্যের অবনতি ও ক্রমবর্ধমান কৃষিজীবী শ্রেণি জমিদারের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতাকে বেশ বাড়িয়ে দিয়েছিল। সহযােগী শ্রেণি হিসাবে ঔপনিবেশিক প্রশাসনের নিকট জমিদারদের মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল। তাছাড়া ধীরে ধীরে তৈরি হয়েছিল মেকলের ইংরেজি শিক্ষিত শ্রেণি, যারা ইউরােপীয় সভ্যতা ও জীবনধারা তামাম ভারতবাসীর নিকট যথার্থভাবে ব্যাখ্যা বা interpret করে তাদের ঔপনিবেশিক শাসনের সমর্থক করে তুলবে। এই interpretor শ্রেণিও ছিল সাম্রাজ্যের স্থায়ীত্বের ভরসাস্থল।