উত্তরবঙ্গের গ্রামীন লােকজীবনে বিশেষ করেছােটদেশী, বড়দেশী, পলি, বাবুপলি, কোচ, রায়কত, দেবংশী, মালি, বরঙ্গা প্রভৃতি রাজবংশী সম্প্রদায়ের মধ্যে অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন দেবদেবীকে পূজিত হতে দেখা যায়। বংশপরমম্পায় চলে এইসব দেব-দেবীর পূজা-পার্বণ ও লােকাচার। এইসব দেবদেবী হ’ল পরিবারে ও সমাজে সমস্ত শুভ ও অশুভের ত্রাণ কর্তা। দেবদেবতার প্রসন্ন ও অপ্রসন্নতার উপর নির্ভর করে নিজের ও দশের মঙ্গল ও অমঙ্গল। তাই, দেবদেবীর প্রতি এরা অন্ধ বিশ্বাসী এবং দেবদেবতার প্রভাব। এদেব জীবনে অপরিসীম।