হাট শেষে তারা উল্কোপাত করে বাড়ি ফেরে। হাতে থাকে গামছায় বাঁধা দেড় কেজি চাল। জলিল মােল্লা, খােকা কোটাল, নগেন কোরােংয়াঁ, যতীন বেরা, হরেন ঘােড়া, হিমু চেঁকি, অখিল ভোড় একদল গরু ব্যাপারীর দালাল, শনিবার উলুবেড়ের হাটবারের দিন পাঁচটা গ্রাম থেকে এসে জোটে বিড়লাপুরের তিন ফটকে পােলের ফেরিঘাটায়। জোয়ারে নৌকো ছাড়বে। ততক্ষণ বসে বসে গাঁজা ডলে রওশন। পালােয়ানের কাছে। রওশন পেতলের সাঁপি পরানাে বিরাট বড় অর্ডারী কোলকেতে একবারে এক ভরি গাঁজা চড়ায়। কোলজেয় বল থাকে তাে দম মারাে। খােকা বুড়াে বার দুই টেনে বুলবুল করে নীলচে ধোঁয়া ছেড়ে খ্যাকশিয়ালের মতাে খ্যাকখ্যাক করে কাশতে কাশতে বলে, ‘কোজে যেন কয়লা হয়ে যায় মাইরি।