আমাদের দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকাও। একদম সহজ করে বললে তিনি দেশের সম্পদ বাড়ানাের চেষ্টা করছেন যাতে দেশের মানুষ আরেকটু সুন্দরভাবে জীবন কাটাতে পারে। দেশের জনগণ, স্কুল-কলেজবিশ্ববিদ্যালয়, হাসপাতাল, অফিস-আদালত, কলকারখানা, খনিজসম্পদ, বিদ্যুৎ, রিজার্ভ ব্যাংকে সঞ্চিত অর্থ ইত্যাদি ইত্যাদি। এসব হলাে দেশের সম্পদ। এগুলাের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, মানুষের গড় আয় বাড়ানাে কিংবা দেশের জিডিপি বাড়ানাে সবমিলিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি সুখী, আত্মনির্ভরশীল ও সম্পদশালী দেশে পরিণত করাই আমাদের প্রধানমন্ত্রীর কাজ।