বর্তমান সময়ে শােনা যায়, চাকরি, সে তাে সােনার হরিণ ! তার দেখা মেলাই ভার। এ কথা মােটেও বিশ্বাস করবেন না। অযােগ্য লােকেরাই এসব কথা বলে। বিডি জবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বললেন, বর্তমান সময়ে আগের তুলনায় অনেক বেশি চাকুরির ক্ষেত্র তৈরি হয়েছে। যােগ্যতা থাকলে চাকরি পেতে এখন খুব বেশি বেগ পেতে হয় না। বরং চাকুরির বাজারে যােগ্য লােকেরই যথেষ্ট অভাব রয়েছে। আবার অনেকের কথা থেকে মনে হয়, চাকরি পাওয়ার চেয়ে দুঃসাধ্য কিছু বুঝি আর নেই। আসলে মােটেও তা ঠিক নয়। এ বিষয়ে তিনি আরও জানালেন, নিজেকে যদি যােগ্য করে গড়ে তুলতে পারেন, আপনাকে চাকরির পেছনে হন্যে হয়ে ছুটতে হবে না। চাকরিই আপনাকে খুঁজবে।