কোন পদের জন্য আপনি আবেদন করছেন কিংবা কোন প্রতিষ্ঠানে করবেন সে সম্পর্কে যথার্থ খোঁজখবর নিয়ে তবেই আবেদন করবেন। ধরা যাক, আপনি টেলিযােগাযােগ। কোম্পানিতে সহকারি ব্যবস্থাপক পদে আবেদন করবেন। এক্ষেত্রে প্রথমে বের করে নিন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে যারা আছেন, তাদের সম্পর্কিত নানা তথ্য। মনােযােগ সহকারে দেখুন সেইসব ব্যক্তি কীভাবে বর্তমান অবস্থানে এসেছেন। এবার নিজের জন্য পরিকল্পনা তৈরি করে ফেলুন। পরিকল্পনাকে ভেঙে ছােট ছােট । ব্লকে সাজিয়ে নিন। প্রতিটি ব্লকেই রাখুন এক-একটি স্বল্পমেয়াদি লক্ষ্য। যা একে একে আপনার স্বপ্নকে সত্যি করতে সাহায্য করবে।