কর্নেল (অব.) মোহাম্মেদ দিদারুল আলম, বীর প্রতীক, সাগর কন্যা সন্দ্বীপে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান করেন। দেশ মাতৃকার ডাকে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকেই স্বাদীনতা সংগ্রামে যোগ দেন। যুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন। কর্মজীবনে তিনি সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতায় দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পত্রিকার সুদক্ষ কলাম লেখক হিসাবে দেশব্যাপী পরিচিতি লাভ করেছেন। তাঁর প্রবন্ধ সংকলন ‘ঢাকা নবরূপ, ভাষার নবরূপ-দেশের নবরূপ’ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে।