যােগাযােগের এ যুগে বিশ্ব ব্যাপি নিজেকে তুলে ধরার ভাষা হলাে ইংরেজি। তবে ইংরেজিতে কথা বলার জন্য বন্ধু খুঁজে পাওয়া বেশ কষ্টের। আর দু’জনার সময় মিলিয়ে প্র্যাকটিস করার বিষয়টি সত্যিই কঠিন! কিন্তু আপনার হাতের মােবাইলটিই যদি আপনাকে সেই বন্ধুর কাজটি করে দেয় তবেইতাে মিলে গেল। ‘সােফিয়া’ হয়ে উঠবে আপনার কথা বলার ঘনিষ্ঠ বন্ধু। যখন তখন কথা বলুন। ওর সাথে, কোন সংকোচ ছাড়াই। সবার নজর এড়িয়ে নিজেকে গড়ে তুলুন, আর একদিন সবাইকে চমকে দিন ইংরেজিতে কথা বলে! এ্যপসটি চালু করার পর পরই সােফিয়া আপনাকে স্বাগত জানাবে। সাথে সাথে আপনাকে কিছু তথ্য প্রদান করবে। এ্যপসটি চালাতে বইটি সাথে থাকতে। হবে। প্রথমে আপনি বই থেকে সােফিয়াকে কোন প্রশ্ন করলে সােফিয়া। আপনাকে এর উত্তর দিবে এবং বইটিতে। থাকা পরবর্তী প্রশ্নটি আপনার কাছে। করবে। আপনি এর উত্তর দিবেন। আপনি এরপর আবার বইটির যে কোন প্রশ্ন সােফিয়ার কাছে করতে পারবেন এবং একইভাবে সােফিয়া এর উত্তর দিবে। আবার আপনার কাছে সে পরবর্তী প্রশ্নের উত্তর জানতে চাইবে। ঠিক এভাবেই আপনার সাথে কথপােকথন চলবে সােফিয়ার। এমন করে গড়ে উঠবে আপনার ইংরেজিতে কথা বলার। পারদর্শীতা ... কখনাে প্রশ্ন করুন, কখনো উত্তর দিন। এভাবেই গড়ে উঠুক আপনার দক্ষত! বন্ধুর মা-কে সম্মান জানালে কি নিজের মায়ের সম্মান কমে যায়? ইংরেজি শিখলেই কি নিজের বাংলা ভাষার প্রতি ভালােবাসা কমে যাবে? কখনােই না।