জীবনে কিছু সমীকরণ থাকে যেগুলো অসমান। যাদের মধ্যে কোনো মেলবন্ধন থাকে না। তবুও সমীকরণগুলো আমাদের জীবনে আত্মীকতার সাথে মিশে যায়। সেই সমান অসমান সমীকরণগুলোকে মিশ্রণ করেই চলতে হয় জীবনের পথ। নয়তো মাঝ পথে হোঁচট খেয়ে পরে গেলে টেনে তোলার মত কেউ পাশে থাকেনা। জীবনটা এমনি, যেখানে অসমান এলোমেলো অমিশ্রিত কিছু সমীকরণ থাকে তাদের মিলিয়েই হয় জীবন, হয় ‘সমীকরণের মিশ্রণ’...