Selina Hossain- জন্ম ১৪ই জুন ১৯৪৭। বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক। .তিনি বাংলা একাডেমির সাবেক পরিচালক। অবসর নেন ২০০৪ সালে। বর্তমানে শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত। তাঁর প্রকাশিত উপন্যাস ২১টি, গল্পগ্রন্থ ৭ এবং প্রবন্ধগ্রন্থ ৪টি। তাঁর লেখা ইংরেজি, ফরাসি, রুশ, জাপানিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার (১৯৮০), একুশে পদক (২০০৯), রবীন্দ্র মেমোরিয়াল অ্যাওয়ার্ডসহ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ২০১০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট প্রাপ্ত হন।