কিন্তু যারা বড় হওয়ার আকাংখায় বিভাের থাকে, তারা এক সময় সত্যিকারভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। বন্ধুদের সাথে মূল্যবান সময়কে অবহেলায় বরণ করার কারণে অনেকের ছাত্রত্ব ও বাতিল হয়ে যায়। যার ফলে সমাজ জীবনে তাকে লাঞ্ছনা সহকারে পথ চলতে হয়। তার জন্য ভবিশ্যত জীবনে শুধুই অন্ধকার ও হতাশা জাগ্রত হয়। যার কারণে সে জীবনের প্রত্যেক মুহুর্তে শুধুই ব্যার্থতার গ্লানী নিয়ে পথ অতিক্রম করে থাকে। কিন্তু যারা ছাত্র জীবনের মহামূল্যবান সময়কে নিজ শিক্ষা ব্যবস্থায় নিমজ্জিত করে রাখতে পারে তার জন্যই আগামী দিনগুলাে ফুল সজ্জিতভাবে অবস্থান করবে। এই পৃথিবী তাকে বরণ করে নেওয়ার জন্য স্বাগতম জানাবে। একটি বিষয় ছাত্র-ছাত্রীদের খেয়াল রাখা দরকার তা হলাে আপনি যাই শিখবেন, যার কাছে শিখবেন, তিনি যেনাে হন আদর্শের শিক্ষক। কারণ শ্রেষ্ঠ শিক্ষকের ছাত্র-ছাত্রীরাও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তাই পরখ করে নিবেন আপনি কোন প্রতিষ্ঠানে কোন শিক্ষকের কাছে বিদ্যার্জন করবেন।