মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের নিয়ে বই বাংলায় বোধ হয় এর আগে লেখা হয়নি। না কোনও সৌখিন গবেষণার ফলাফল বা কষ্টকল্পনা এটা নয়। একজন বেচুবাবুর ফার্স্টহ্যান্ড এক্সপেরিয়েন্স লিপিবদ্ধ হয়েছে 'বেচুবাবু'র পাতায় পাতায়।
রাজর্ষির লেখা থেকে আমরা জানতে পারি কীভাবে ন্যাশনাল সার্কাসের পাততাড়ি গুটিয়ে নবগোপালবাবু গড়ের মাঠে বেলুন ওড়ানোর ব্যাপারে গোরা সাহেবদের টক্কর দিতে শুরু করলেন। রাজর্ষির গল্পে ছড়িয়ে থাকে হাই স্কুলের ফ্রি বিটনুন, ভাঙা বেঞ্চের কাঠামো ভেঙে রুটি সেঁকা, হস্টেলের ফেয়ারওয়েলে কিশোরকুমার, নীল কালির ওপর গুঁড়ো গুঁড়ো মধুসূদন, মঞ্জুষা নামক এক কিশোরীর প্রতি লোভ, বেশ্যা ও ব্রাহ্মণের সহাবস্থান। স্বভাবতই এই বইতে সিন্দুক কেঁপে উঠছে মাঝে মধ্যেই।