Categories


তুমিও সফল হবে

সফল ব্যক্তিরা সব সময় উদার চিত্ত-তারা কখনও নিজেদের সম্পর্কে অহংকার করে না। তারা অন্যের প্রতি শ্রদ্ধাশীল হোন। তারা তাদের দলের সদস্যদের শুধু নয় প্রতিযোগীদের ও সম্মান এবং গুণের কদর করেন। অনেকেই জানেন কীভাবে সফল হতে হয়; খুব কম লোক জানেন সাফল্য লাভের পর কীভাবে আচরণ করতে হয়। সবসময়ই একজনের সাফল্য কিছু ব্যক্তিকে অসুখি করে। একজন সফল ব্যক্তির জীবনে নিয়ম ও শুঙ্খলাবোধের গুরুত্ব অপরিসীম। নিয়ম-শৃঙ্খলার অভাবে নানা সমস্যার সৃষ্টি হয়। যে সমস্যাগুলোই জীবনে সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। সম্মুখের সমস্ত বাধাকে গুড়িয়ে দিয়ে দুর্দম গতিতে পথ চলাই বিজয়ীদের ধর্ম। যারা কখনও কোন বাধা বিপত্তির সম্মুখীন হোননি-তাদের থেকে যারা সীমাহীন বাধা অতিক্রম করে এসেছেন তাদের ক্ষমতা ও আত্মবিশ্বাস দীর্ঘস্থায়ী। সমস্যার সম্মুখে আমরা কখনো কখনো নিরুৎসাহ বা হতাশ হয়ে পড়ি কিন্তু বিজয়ীদের কখনো মনোবল নষ্ট হয় না। এই মনোবল নষ্ট না হওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়। একটি ইংরেজি প্রবাদে বলে, “শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না।” প্রথমে সমস্ত সমস্যাই কঠিন মনে হয় কালক্রমে তা সহজ হয়ে আসে। আমরা আমাদের সমস্যা থেকে পালিয়ে যেতে পারি না কেবল বিজিতরাই রণে ভঙ্গ দেয়, এই প্রসঙ্গে Abigail; Van Buren-এর একটি বাক্য স্মরণযোগ্য। “আত্মহত্যা একটি সাময়িক চিরস্থায়ী সমাধান।” প্রকৃতপক্ষে সফল ব্যক্তিরা নিজের সঙ্গে প্রতিযোগিতা করে। তারা তাদের নিজেদের কাজের মান ক্রমাগত উন্নিততর করার চেষ্টা করে চলে। জীবনে কত উপরে ওঠা গেছে সাফল্য তাই দিয়ে বিচার করা যায় না বরং কতবার বিফলতা সত্ত্বেও হতাশা অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে গেছে সেই ক্ষমতা দিয়েই সাফল্য নির্ধারিত হয়।