Categories


ফিসফাস -২

সেই যে সেই ৪ঠা ফেব্রুয়ারি, ২০১৩-তে মুখ দেখাল। তারপর রোলস রয়েসের গতিতে বাধাবিপত্তি পেরিয়ে বেস্ট সেলার হয়ে গেল। পাঠক পাঠিকারা তো প্রশ্ন করে করে হেদিয়ে যাচ্ছেন, "আহা পরেরটা কবে হবে গা?" তাই এই হয়ে গেল, প্রকাশক আর লেখক চাপ খেয়ে এই বইটিকে প্রথমটির থেকেও উন্নত করার চেষ্টা করবেন, সে আর নতুন কথা কী? তা পাঠক পাঠিকারা, এই যে এতদিন ধরে মইটা ধরে আছেন, তাঁদের ধন্যবাদ দিয়ে-টিয়েই না হয় ছোলা গাছের উপরই বাড়ি বানাই। ভিতের কাজটা তো আপনাদের হাতে। যত পড়বেন, যত চর্চা করবেন, যত উপহার দেবেন, ততই ভিত শক্ত হবে এই ফিসফাস ২-এর।