Categories


জ্বলে উঠুন আপন শক্তিতে

মানুষ অদম্য। অপরাজেয়। শারীরিক প্রতিবন্ধিতাও তাকে নিরস্ত্র করতে পারে না। ক্রাচে ভর করে মানুষ উঠে পড়ে সুউচচ পর্বতের চূড়ায় । দুই হাত নেই, দুই পায়ে লিখে কেউ-বা অর্জন করে সর্বোচ্চ ডিগ্রি। তেমনি অর্থনৈতিক বাধা, সামাজিক বাধা, প্রাকৃতিক বাধা জয় করেই মানুষ এগােতে থাকে ।


দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি

‘নিশ্চিতভাবেই আজ আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্তা যে কাজ আমাদের হাতে অর্পণ করা হয়েছে, তা আমাদের সাধ্যের বা ক্ষমতার বাইরে নয় এবং এ কাজ সম্পূর্ণ করতে গেলে যে ধরনের কষ্ট ও যন্ত্রণার সম্মুখীন হতে হবে তা আমাদের সহ্যশক্তির বাইরেও নয় আমাদের নিজেদের কাজে যতক্ষণ অবধি আমাদের বিশ্বাস আছে, এবং মনে জেতার অদম্য ইচ্ছা আছে, জয় থেকে আমরা বঞ্চিত হব না।'


উন্নত জীবন

‘উন্নত জীবন’ ডাঃ লুৎফর রহমানের মানসিক উৎকর্ষধর্মী প্রবন্ধ গ্রন্থমূহের অন্যতম। বাংলাভাষায় এমন সরল ও অলংকারবিহীন গদ্যে, এমন স্বতঃস্ফূর্ত ও কথোপকথনের ঢঙে মানব কল্যাণমুখী দার্শনিক চিন্তা-ভাবনা সম্বলিত গ্রন্থ বিরল। তিনি যা লিখেছেন, তাকে সত্য বলে বিশ্বাস করেই লিখেছেন, যে কারণে তার উক্তির মধ্যে নির্ভীক দৃঢতা আমরা সহজেই লক্ষ্য করি। বইটি থেকে দু’একটি উদ্ধৃতি দিলেই উক্তিটার সত্যতা ধরা পড়বে : ‘কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের বইগুলো ধ্বংস কর, সকল পণ্ডিতকে হত্যা কর, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে।’ ‘জাতি যখন দৃষ্টি সম্পন্ন ও জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারো আহ্বানের অপেক্ষা করে না, কারণ, জাগরণই তার স্বভাব।’ ‘তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ করে তোল। কেই তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারবে না।’ ‘যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে।


দেখা হবে বিজয়ে

আমরা মানুষেরা খুব অদ্ভুত। আমাদের সবার জন্ম একইভাবে, কিন্তু আমাদের বেড়ে ওঠা, সে বেড়ে ওঠার পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আমি একরকম পরিবেশ পেয়েছিলাম আমার আর্মি বাবার কাছ থেকে। বাবার আর্মির চাকুরি হওয়ায় আমার প্রায় পাঁচটার মত ক্যান্টনমেন্ট স্কুলে পড়ার সুবর্ণ সুযােগ হয়েছে । কি সব নিয়ম! চুল কদমছাট রাখাে, ড্রেস পরিষ্কার এবং ফর্মাল রাখাে, সময়ানুবর্তী হও।


মাস্টার পাসওয়ার্ড

আমরা কখনােই আমাদের আয়ু সম্পর্কে নিশ্চিত নই। এটা একেবারেই অনিশ্চিত এবং এতে আমাদের কোনাে নিয়ন্ত্রণ নেই। প্রতিদিন ৩ দশমিক ১৫ লাখ শিশু জন্মগ্রহণ এবং ১ দশমিক ৫ লাখ মানুষ মৃত্যুবরণ করে। এখনকার দিনে অসংখ্য মানুষই চায় তাদের আগ্রহ ও উদ্দেশ্য খুঁজে পেতে এবং তাদের অনেকেই এমন কিছু খুঁজতে আগ্রহী, যা তাদের উদ্দীপ্ত করে এবং প্রতি সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে। আমাদের এই সংক্ষিপ্ত এবং একমাত্র জীবন অর্থবহ হওয়া অবশ্যই জরুরি।


100 Ways To Motivate Others

"100 Ways to Motivate Others" is the culmination of many years of successful leadership coaching and training by best-selling author Steve Chandler and attorney Scott Richardson. Chandler and Richardson have crafted a vital, user-friendly, inspirational guide for executives, managers, and professionals...and those aspiring to reach their level. After you've learned to motivate yourself, Chandler and Richardson will show you: `


আউটলায়ার্স

সাফল্য অর্জনের জন্য কেবল পরিকল্পনাই যথেষ্ট নয়। এই বইয়ের অন্যতম দিক হচ্ছে, সাফল্য অর্জনের জন্য একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখার সুযোগ দেওয়া এবং তার পক্ষে যথেষ্ট যুক্তি প্রদান। সাফল্য অর্জনের জন্য প্রচলিত সব দিকগুলো বাদ দিয়ে যা অন্য সকলের দৃষ্টি এড়িয়ে যায় তা হচ্ছে : সুযোগ, পিতা-মাতার পর্যাপ্ত সাহায্য সহযোগিতা ও দূরদর্শিতা, ব্যক্তিগত প্রচ- প্রচেষ্টা প্রভৃতি। সুযোগ বলতে প্রতিটি দেশ, জাতি ও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সামাজিক সুযোগের একটি সম্ভাবনা। ধরুন, ১৯৮০ সালে বাংলাদেশে পোশাক শিল্পের যে সূচনা সুযোগের সম্ভাবনা দেখা দিয়েছিল, এই সুযোগকে যারা চিনতে পেরেছে বা ধৈর্য ধরে এর সাথে লেগে ছিল তারাই ত্রিশ বছর পরে সফল পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয়েছে। তখনকার দিনে, অর্থাৎ আশির দশকে এই কাজটি কিন্তু কেউই করতে চাইতো না। আশির দশকে পোশাক শিল্পে বিনিয়োগ করাটাকে অনেকে বোকামি মনে করতো। কিন্তু আজকের চিত্র ভিন্ন। তবে আজকের চিত্র দেখে যদি আপনি মনে করেন তখনকার সময়েও চিত্রটি এমনই ছিল। তবে তা হবে ভুল ধারণা। কারণ আজকে যা সাফল্যের শিখরে, তা একদিন শুরুতে ছিল সেই শিখরের পাদদেশে, যাতে একমাত্র বৃত্তের বাইরে, অনন্য ব্যক্তিরাই আস্থা রেখেছিল।


সাফল্যের চাবিকাঠি কোয়ান্টাম মেথড

নতুন সহস্রাব্দের প্রয়োজনকে সামনে রেখে কোয়ান্টাম মথড বইযের পরিবর্ধন ও পরিমার্জন করতে সক্ষম হওয়ায় আমরা পরম করুণাময়ের কাছে আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের একশত ক্লাশে প্রশিক্ষণ প্রদানের প্রত্যক্ষ অভিজ্ঞতা, হাজার হাজার কোয়ান্টাম গ্রাজুয়েটের অনুভূমি এবং অসংখ্য পাঠকের অজস্র প্রশ্নের প্রেক্ষিতে পুরো বইটকে পুনর্বিন্যাস্থ করা হয়েছে, নতুন অধ্যায় যোগ করা হয়েছে, পুরানো অধ্যায়গুলোকে সমৃদ্ধ করা হয়েছে। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি কোয়ান্টাম মেথডের বর্তমান সংস্করণ থেকে নতুন প্রজম্ম আরও সহজে আত্ম নির্মাণের প্রক্রিয়া আয়ত্ত করে নিজের মেধা ও সম্ভাবনাকে পরিপূর্ণরূপে বিকশিত করতে পারবেন, তাদের জীবনে সাফল্য আসবে সহজ স্বতঃস্ফুর্ততায়। কল্যাণ ও প্রশান্তিতে ভরে উঠুক সবার জীবন।


Red Book Of : The Law Of Success

Before you begin reading the Law of Success lessons you should know something of the history of the course. You should know exactly what the course promises to those who follow it until they have assimilated the laws and principles upon which it is based. You should know its limitations as well as its possibilities as an aid in your fight for a place in the world.


মানসিক প্রশান্তি আর মর্যাদাপূর্ণ জীবনের জাদুকাঠি

এই নিরন্তর ছুটে চলার যান্ত্রিক যুগে আমাদের মানসিক প্রশান্তি ধরে রাখা প্রায়ই সম্ভব হয় না। শৈশব থেকে ক্রমাগত অভিভাবকদের কাছ থেকে আমি কী পারি— তা না শুনে বেশির ভাগ সময় কী পারি না, তা শুনতে শুনতে ‘আত্মমর্যাদা প্রায় তলানিতে পৌছে যায়। আজহারুল ইসলাম এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে আলােকপাত করে তা অত্যন্ত সহজবােধ্য এবং আকর্ষণীয়ভাবে পাঠককে উপহার দিয়েছেন। আশা করছি এদেশের পাঠকসমাজ, বিশেষ করে তরুণরা এই বইটি পড়ে এর নির্দেশনাগুলাে নিজেদের জীবনে অনুশীলন করবেন।


১৩ কী টু সাকসেস

তার যথার্থ এবং গুরুতর উদ্দেশ্যের কারণে তিনি অন্য যে কারাে চেয়ে অপেক্ষাকৃত ভালাে মানের স্টিল উৎপাদন করতে এবং বাজার পেতে সক্ষম হয়েছিলেন এবং সারাদেশের মধ্যে অন্যতম একজন বিত্তবান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন এবং সারা আমেরিকা জুড়ে ছােট ছােট শহরগুলােতে পাঠাগার স্থাপন করেছিলেন। তার এই যথার্থ এবং গুরুতর গন্তব্য স্পর্শ করার ব্যাপারটি তার আকাক্ষার চেয়েও বেশি কিছু ছিলাে। এটা ছিলাে তার জ্বলন্ত আকাঙ্ক্ষা। আর শুধুমাত্র এই জ্বলন্ত আকাক্ষা খুঁজে পেলেই আপনি সাফল্য লাভ করতে পারবেন।


The 21 Irrefutable Laws of Leadership: Follow Them and People Will Follow You

John C. Maxwell is an internationally recognized leadership expert, speaker, coach, and author who has sold over 19 million books. Dr. Maxwell is the founder of EQUIP and the John Maxwell Company, organizations that have trained more than 5 million leaders worldwide. Every year he speaks to Fortune 500 companies, international government leaders, and organizations as diverse as the United States Military Academy at West Point, the National Football League, and the United Nations. A New York Times, Wall Street Journal, and Business Week best-selling author, Maxwell has written three books which have each sold more than one million copies: The 21 Irrefutable Laws of Leadership, Developing the Leader Within You, 101 Relationship, 101 Leadership and The 21 Indispensable Qualities of a Leader.


মন-নিয়ন্ত্রন

মনকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক অসম্ভবকে সম্ভব করা যায়, একথা আমরা। জানি। আত্ম-উন্নয়ন' বইটিতে এ-সম্পর্কে অনেক আলােচনা হয়েছে, কিভাবে মননিয়ন্ত্রণ করতে হবে ব্যাখ্যা করে বােঝানাে হয়েছে, নানান ধরনের দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে; কিন্তু তারপরেও আমার কাছে পাঠকের চিঠি আসে-বুঝিয়ে লিখেছেন বটে, ভাষাও সহজ, অনেক চেষ্টাও করলাম, কিন্তু সফল হতে পারলাম ; আরও সহজ কোন উপায় আছে শেখার?


দ্য ২১ সাকসেস সিক্রেটস্ অব সেল্ফ মেইড মিলেনিয়ারস্

আপনি যা শিখছেন তা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। এই ধারণা অন্তদৃষ্টি এবং কৌশল লক্ষ লক্ষ পুরুষ ও নারী, তরুণ ও বয়স্ক, ধনী এবং দরিদ্রের আর্থিক সাফল্যের জন্য একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এই নীতিগুলাে সহজ, কার্যকরী এবং এর প্রয়ােগের উপায়ও মােটামুটি সহজ। এসব নিয়ম বা নীতিগুলি পরীক্ষিত এবং বার বার প্রয়ােগের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং এসব আপনার জন্যও কাজ করবে যদি আপনি তা গ্রহণ করেন এবং আপনার জীবনে প্রয়ােগ করেন।


সুন্দর কথা বলবেন কীভাবে

সুন্দর করে কথা বলার আগ্রহ সবারই আছে। সুন্দর করে যারা কথা বলেন, তাদের কথা থেকে রুচি আর ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। সুন্দর করে কথা বলাটাও শিল্প। সুন্দর মনের পরিচয় দেয়ার জন্যও কথাই হতে পারে অবলম্বন। আকর্ষণীয় কণ্ঠস্বর না-হলে সুন্দর করে কথা ভলা যায় না, এমনটা কেউ কেউ মনে করেন। কিন্তু শুধু কণ্ঠস্বর আর শুদ্ধ উচ্চারণই সুন্দর কথা বলার জন্য সহায়ক নয়। সঠিক উচ্চারণ আর ব্যক্তিত্ব দিয়েই মানুষ সুন্দর করে কথা বলতে পারেন। যাঁর চিন্তা যতো পরিষ্কার, যাঁর জ্ঞান যতো গভীর, যাঁর মন যতো সংবেদনশীল-তাঁর কথা বলাটাও তেমনি আকষণীয় হয়। অনেক অনেক কথা না-বলে যিনি অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারেন তিনিই সুন্দর কথক।


আল্লাহর জন্য মেডিটেশন

দুনিয়ার মুসলমান বর্তমানে দুইভাগে বিভক্ত হইয়া গিয়াছে। একভাগ মুসলমান আল্লাহ্‌কে বিশ্বাস করে কিন্তু ইসলাম ধর্মের নিয়ম মানিয়া চলেনা। গুনাহ্ অপরাধ দুর্নীতি বেইমানী এবং আল্লাহ্‌র আদেশ অমান্য করে এবং অপর ভাগ মুসলমান আল্লাহ্‌র রসূলকে বিশ্বাস করে এবং ইসলাম ধর্মের আদেশ নিষেধ অনুশাসণ মানিয়া গুনাহ হইতে বিরত থাকিয়া সাধারণ জীবন যাপন করে। মুসলমান অনেক কাজকে গুনাহ্‌ নহে মনে করিয়া জ্ঞানের অজ্ঞতায় গুনাহ্ করিয়া ফেলে। কোন কোন কাজ করিলে মুসলমানের আমল নামায় গুনাহ্ লিখা হয় তাহা এই বইতে লিখা হইয়াছে। মুসলমানকে অবশ্যই এই সকল গুনাহ্ হইতে বিরত থাকিতে হইবে। মুসলমান কেন গুনাহ্ এবং অন্যায় অপরাধ করে ইহার গোপন রহস্য এই বইতে বিষদভাবে লিখা হইয়াছে। দুনিয়ার সকল মুসলমানকে এই রহস্যের কথা জানিতে হইবে। দুনিয়ার সকল কাজে আল্লাহ্‌তায়ালা মানুষের জন্য অনেক ছোয়াবের উপকরণ রাখিয়াছেন। কোন কোন কাজ করিলে মুসলমানের আমলনামায় বিশাল পরিমাণ ছোয়াব জমা হইবে তাহা এই বইতে বিষদভাবে লিখা হইয়াছে।


মেডিটেশন

আপনি কী চান ? যা পেতে চান, আপনি পাবেন। যা হতে চান, তা হতে পারবেন। যা অর্জন করতে চান, তা অর্জন করতে পারবেন। জীবনের আকাঙ্খিত ফল পেতে চাইলে, নিজের কাজের সাফল্য অর্জন করতে হলে, মনের মত জীবনযাপন করতে চাইলে, মাইন্ড ট্রেনিং এর মাধ্যমে আপনি আপনার বিব্রতকর সমস্যাগুলিকে চিহ্নিত করতে এবং তার সমাধান বের করতে পারবেন। ধ্যানের মাধ্যমে মাইন্ড ট্রেনিং এর এই পদ্ধতিটা নিজেরাই রপ্ত করে নিয়েছেন সাধু সন্ন্যাসীরা। ফলে তারা তাদের আয়ত্বে আনা এই ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন কিছু করে ফেলেছেন যা আমাদের কাছে অবিশ্বাস্য কিংবা অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছে। নিয়মিত মাত্র কয়েক মিনিটের অনুশীলনের মাধ্যমে এই নতুন জ্ঞান এবং দক্ষতাকে আপনি নিজের আয়ত্বে আনতে পারবেন। আপনার অগ্রগতি, মানসিক শক্তি, ব্যক্তিগত অর্জন, লেখাপড়া, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের কাজে আকাঙ্খিত ফল লাভের ক্ষেত্রে বৈপ্লবিক ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। এ মেডিটেশন বা ধ্যান সমগ্র বিশ্বে ব্যাপকভাবে চর্চা শুরু হয়ে গেছে। আপনি কেন পিছিয়ে থাকবেন ?