Categories


দি গড অব স্মল থিংস

মে মাস। এয়েমেনেমে এখন গরম। সময়টা যেন গভীর ভাবের। এখানকার দিনগুলাে এখন দীর্ঘ এবং সঁতসেঁতে। প্রবহমান নদীটি ক্ষীণস্রোতা। কেবল হলুদ রং ধরেছে আমগাছে। ডালে কাকগুলাে এই কাঁচাপাকা আম নিয়েই মহাব্যস্ত। চারদিকের গাছগুলাে মরা সবুজ। কলা পেকে লাের গন্ধ ছড়াচ্ছে। পাকা ফলের মাদকগন্ধে নীল মাছি হাওয়ায় উড়ছে ভনভনিয়ে। স্বচ্ছ কাচের জানলায় ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়ছে তীব্র রােদের নিচে।


হাফ এ লাইফ

এরকম করেই ঘটনাটা শুরু হয়েছিল। আমি সেই মহৎ মানুষটিকে কিছুই বলিনি। এখন কৃতিত্ব দাবি করাটা শক্ত; কারণ আমার মনে হয় না যে, যখন তাকে প্রথম দেখি তখন পর্যন্ত তার নামটি আমি শুনেছি। ব্রাউনিং, শেলি এবং তাদের মতাে ব্যক্তিদের সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে যতটুকু পড়েছি, ততটুকুই ইংরেজি সাহিত্য সম্পর্কে আমার জানা। মহাত্মা গান্ধির ডাকে সাড়া দিয়ে গর্ধোপের মতাে ইংরেজি শিক্ষা ছেড়ে দেওয়ার আগে বছরখানেক বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করেছিলাম আমি। আমার বন্ধু এমনকি শত্রুদের সমৃদ্ধি অর্জন ও সম্মানিত হয়ে ওঠা দেখেও ইংরেজি শিক্ষাকে নিজের জীবনের জন্য নিঃস্প্রেয়ােজন মনে করেছিলাম। যদি ও সেটি একটি বিশাল ব্যাপার। সে সম্পর্কে তােমাকে অন্য সময়ে বলব।


কুকুরছানা

ওই বয়সেও ওরা হাফপ্যান্ট পরত, আমরা অবশ্য ধূমপান করতাম না, খেলাধুলাের মধ্যে তাদের সবচেয়ে পছন্দ ছিল ফুটবল আর আমরা ঢেউয়ে লাফ দিতে শিখছিলাম, ঝাপ দিতাম উঁচু “টেরেস”টার দোতলা থেকে, হ্যা, ওরা চঞ্চল, দুষ্টু, বাঁধনহারা, কৌতূহলী, ভীষণ উদ্যমী আর সাহসী। ওই বছর শোম্পানা স্কুলে ভর্তি হল কোয়েইয়ার। ব্রাদার লেওনসিও, জানি, জানি, একটা নতুন ছানা ঢুকেছে, ক্লাস থ্রি, সেকসন-এ, তাই না ব্রাদার? হ্যা, ব্রাদার লেওনসিও মুখের ওপর থেকে চুলের গােছা সরিয়ে নেয়, সে একদম চুপ করে যায়।


এ ফেয়ারওয়েল টু আর্মস

অন্ধকারের মধ্যে আমাদের জানালার নিচ দিয়ে সৈন্যদের মার্চ করে যাওয়ার শব্দ শুনতাম। মােটর-ট্রাক্টর দিয়ে কামান টেনে নিয়ে যাওয়ার আওয়াজও পেতাম। রাতে গাড়ি চলাচল করত বেশি। গাধার পিঠের দুপাশে ঝােলানাে প্যাক স্যাডলে করে গােলাগুলির বাক্স বহন করা হত। সৈন্য পরিবহন করা হত ধূসর রঙের মােটরট্রাকে। বহরে ক্যানভাস দিয়ে ঢাকা মাল টানার ট্রাকও থাকত। সেগুলাে চলত ধীরগতিতে।


দ্য ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চারস অভ নিলস

মা-বাবা বেরিয়ে যেতেই মনে হল, ফাঁদে আটকা পড়েছে সে। বাবা-মা তাে বলেই খালাস ভাবল সে। কাজটা তাে করতে হবে আমাকে। এর চেয়ে ভালাে ছিল গির্জায় যাওয়াই। মা যে ছেলেকে শাসন করে আনন্দিত ছিলেন, তা নয়। কিন্তু তারা যে গরিব ! ছেলেটি যে রকম দুষ্ট ও ফাঁকিবাজ হয়ে উঠছে, তাতে তাে তার ভবিষ্যৎ আরাে অন্ধকার। সামান্য জমিজমা, বাড়িটা আর পশুপালন করেই বেঁচে থাকা। যখন তারা এখানে এসে সংসার পেতেছিলেন কেবল হাত দু'জোড়াই সম্বল ছিল। কিন্তু পরিশ্রমের বিনিময়ে আজ তাদের মুরগি আর গরুর খামার হয়েছে, বাড়ির সামনে রয়েছে দু’খণ্ড জমিও। অথচ ছেলেটা ! কষ্টে মা'র চোখ ভিজে এল।


ছায়াপথে কুয়াশা

মনের মধ্যে অযথা কোনাে চিন্তা-ভাবনা পুষে রাখবেন না!’ ডাক্তার মীনেল তার সহজাত পেশাদারী ভঙ্গিতেই বৃদ্ধা মিসেস হার্টারের চোখের দিকে ফিরে তাকালেন। এটাই হল প্রধান কথা। সাময়িক উত্তেজনার হাত থেকেও নিজেকে সর্বদা দূরে রাখবার চেষ্টা করবেন। এখন আপনার শরীরের পক্ষে সবচেয়ে যা প্রয়ােজন তা হচ্ছে শান্ত এবং নিরুদ্বেগ জীবনযাপন করা।


মিস মারপল

ক্রিস্টি কলম ছুঁয়েছেন আজ একশাে বছর হয়ে গেল, কিন্তু তার নির্যাসে আজও আমরা অর্থাৎ রহস্য পি সমধিক রােমাঞ্চিত হয়ে চলেছি। তার প্রতিটি সৃষ্টি আজও আমাদের চোখের সামনে চির নতুন হয়ে ধরা দেয়, আজকের জীবনের পটভূমিকাতেও। ধ্রুপদী সাহিত্যের এই গুনই সময়ান্তরে তাঁকে চিরকাল সমাদৃত করে রাখবে পাঠকের কাছে।


পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু

The Tortured and the Damned গ্রন্থটির লেখক রবার্ট পেইন একজন ব্রিটিশ।পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু  শেখ মুজিবর রহমানের বন্দী অবস্থায় নিঃসঙ্গ জীবন যাপন, দেশ ও জনগনের জন্য তার বিশাল হৃদয়ের আকুতি, বন্দী অবস্থায় বঙ্গবন্ধু প্রতি পাকিস্তানি সামরিক সরকারের নিষ্ঠুর আচরন বইখানিতে রবার্ট পিইন নিপুনভাবে ফুটিয়ে তুলেছে। 


বাহাদুর পিঁপড়ে

সারাদিন কাজ করে পিঁপড়ে পরিবার নিজেদের জায়গায় এসে আবিষ্কার করলো, তাদের ঘরবাড়ি কিচ্ছু নেই!


নানা চাকা (পেপারব্যাক)

এই বইটি শিশু কিশোরদের জন্য রচিত। এখানে বিভিন্ন প্রানির কর্মকান্ড সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যা শিশু কিশোর জন্য উপযুক্ত। যেমন একটু তুলে ধরা হল... মাছি, ব্যাঙ, সজারু আর হলদে ঝুঁটি মোরগটি বনে বেড়াতে গিয়ে খুঁজে পায় মজার ছোট্ট গাড়ি। পরিত্যক্ত, পড়ে আছে বহুদিন। বেখাপ্পা সব চাকা গাড়ির, চারটি চাকা চার মাপের। ঠেললেও চলে না গাড়ী, কাৎ হয়ে পড়ে আছে একদিকে। ঠেলে ঠেলে ক্লান্ত, তবুও গাড়িটা মোটেও ফেলে যাবার ইচ্ছা ছিল না তাদের। তাই তারা চারজন চারটি চাকা খুলে নিয়ে চলল। কী হল তারপর? এদিকে, অন্যত্র একটা ব্যাঙ, একটা মুরগিছানা, একটা ইঁদুর, একটা পিঁপড়ে আর একটা গুবরে পোকা মিলে বেড়াতে বেরিয়েছিল। নদীর ধারে পৌঁছে ব্যাঙ লাফিয়ে আনন্দে পড়ল পানিতে, 


ব্যাঙের বিশ্বদর্শন

ব্যাঙের বিশ্বদর্শন এই বইটি একটি কাল্পনিকগল্পচিত্র। এটি শিশু কিশোরদের জন্য রচিত। এখানে রম্যভাবে একটি হাস ও ব্যাঙ এর কল্পচিত্র তুলে ধরা হয়েছে। যা শিশু কিশোর দৃষ্টি আর্কষন করবে। নিচে গল্পের কিছুটা তুলে ধরা হল। হঠাৎ মাথার ওপর অনেক উঁচুতে হালকা, কাটা-কাটা শিস টানার একটা আওয়াজ কানে এল ব্যাঙের। আকাশে তখন একঝাঁক হাঁস উড়ে যাচ্ছিল, আর তাদের ডানার ঘায়ে বাতাস কেটে যাওয়ার সময় অমন একটা গানের, কিংবা বলা যায় শিস দেয়ার আওয়াজ উঠছিল। হাঁসেরা সাধারণত আকাশের এত ওপর দিয়ে ওড়ে যে খালিচোখে তাদের প্রায় দেখাই যায় না, কেবল ওই শিসের শব্দ শুনে বোঝা যায় যে হাঁসের ঝাঁক উড়ে যাচ্ছে। ওইদিন অবিশ্যি হাঁসের ঝাঁকটা নিচে নেমে এসেছিল আর শূন্যে প্রকাণ্ড একটা অর্ধবৃত্তের আকারে একচক্কর ঘুরপাক খেয়ে ঝাঁকটা এসে নামল ঠিক ওই জলার জলেই যেখানে ছিল ব্যাঙের বাসা। ঝাঁকের একটা হাঁস হেঁকে বললে, ‘প্যাঁক-প্যাঁক! আমাদের এখনও বহু দূর পাড়ি দিতে হবে হে। এস, এখানে বরং কিছুমিছু খেয়ে নেয়া যাক।’ কথাটা শুনেই ব্যাঙ তাড়াতাড়ি ঝুপ করে জলে পড়ে লুকোল। সে অবিশ্যি জানত যে হাঁসেরা তার মতো প্রকাণ্ড আর মোটাসোটা কোলা ব্যাঙকে খাবে না, তবু সাবধানের মার নেই ভেবে সে ডুব দিল খোঁটার নিচে। 


গ্রেট এক্সপেকটেশন

গ্রেট এক্সপেকটেশানস (ইংরেজি: Great Expectations) বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের লেখা উপন্যাস। এটি তার তের তম উপন্যাস। ডেভিড কপারফিল্ড উপন্যাসের পর এটি দ্বিতীয় উপন্যাস যেখানে ডিকেন্স উত্তম পুরুষে উপন্যাস বর্ননা করেছেন। এই উপন্যাসটি ভিক্টোরিয়ান সাহিত্য যুগের একটি ক্লাসিক উপন্যাস। উপন্যাসটি প্রথম ১ ডিসেম্বর ১৮৬০ সালে সাপ্তাহিকভাবে পত্রিকায় প্রকাশিত হওয়া শুরু করে যা ১৮৬১ সালের আগস্ট মাস পর্যন্ত চলে।


টেলিস্কোপ কী বলে(রুশ থেকে অনুবাদ)

টেলিস্কোপ কী বলে বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন অরুণ সোম। বইটি যদিও শিশু কিশোর জন্য রচিত হলে অনেক কিছু জানার আছে। বইটিতে বিষেশ করে মহাকাশ নিয়ে গবেষনা করা হয়েছে। বিভিন্ন বিয়ষ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মহাকাশ এর তারাঁ, গ্রহ, নক্ষত্র নিয়ে আলোচনা করা হয়েছে। 


বাহাদুর পিঁপড়ে (পেপারব্যাক)

বিশাল এই পিত্থিমিতে একযে ছিল পিঁপড়ে। নিশ্চয়ই খুব জানতে ইচ্ছে হচ্ছে তোমাদের- কীই বা ছিল তার নাম, কীভাবে তাকে ডাকত তার বন্ধুবান্ধবরা, তার নিজেরই যে দু-কুড়ি ছেলেমেয়ে ছিল তারাই বা কী নামে ডাকত তাকে, আর তার আদরের বুড়ি খুখুড়ি মা আর খুব বুদ্ধিমতী বৌ—তারাই


মেয়ের কাছে বাবার চিঠি (চিঠি সংকলন)

ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী, পন্ডিত এবং কূটনীতিবিদ নেহরু ছিলেন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। লেখক হিসেবেও নেহরু ছিলেন বিশিষ্ট। মহাত্মা গান্ধীর তত্ত্বাবধানে নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা হিসেবে আবির্ভূত হন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। পরবর্তীকালে তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বইটি বাংলাতে অনুবাদ করেছেন বদুর রহমান ।বইটি প্রকাশিত হয় দ্যু প্রকাশন থেকে ২০১৭ সালের জানুয়াআরি মাসে । বইটির প্রচ্ছদ করেছেন মিতা মেহেদী । 


ট্রেজার আইল্যান্ড (হার্ডকভার)

ট্রেজার আইল্যান্ড এমন একটি বই যা ছেলে বুড়ো সবাইকে মাতিয়ে রাখতে পারে। উপন্যাসের অবিস্মরণীয় সব চরিত্র গুলোর হল জিম, ক্যাপ্টেন স্মলেট, ডঃ লিভসে, ইজরায়েল, বেনগান ও আরো অনেকে। গল্পটি শুরু হয় জিমের সরাই খানায় এক পাইরেটের রুম ভাড়া নেবার মাধ্যমে। তাকে কিছু লোক রাড়া করছে। কেন? জানা যায় সে মারা যাবার পর। তার কাছে একটি ম্যাপ আছে যা বিপুল ধন সম্পত্তির দিকে নির্দেশ করে। জিম ছুটে যায় সেখানে সঙ্গী হয় খোড়া নাবিক সিলভার এবং অন্যান্যরা। অপ্রত্যাশিত এবং জটিল সম্পর্ক সিলভার এবং জিম মধ্যে গড়ে উঠে এই যাত্রা পথে। 


হাকলবেরি ফিনের দুঃসাহসিক অভিযান

হাকলবেরি ফিনের দুঃসাহসিক অভিযান। এই  বইটি মূলত কিশোর অভিযান নিয়ে লেখা। বইটি বাংলা ভাষায় রুপান্তর করেছে শেখ আবদুল হালিম। এখানে অনেক রোমাঞ্চকর ঘটনা তুলে ধরা হয়েছে। 


রবিনসন ক্রসো

 সেসব খেলনার মধ্যে ছিল পুঁতি, ঝিনুকের খােল, ছুরি, কাঁচি, হাত-কুড়াল আর ছােট আয়না। ক্যাপ্টেন ঠিক করলেন, ব্রাজিলের উপকূল ধরে উত্তরের দিকে যাত্রা করবেন। তারপর পুবদিকে এগিয়ে আটলান্টিক পার হয়ে আফ্রিকায়। একটানা কুড়ি দিন ধরে সাগরে এগিয়ে চলল জাহাজ। দক্ষিণ | আমেরিকার উত্তর প্রান্ত কাছাকাছি চলে আসছিল। এই সময় প্রচণ্ড এক হারিকেন আঘাত হানল। টানা দশটি দিন ধরে ক্রুদ্ধ ঝােড়াে বাতাস জাহাজটাকে চারদিকে তাড়িয়ে নিয়ে বেড়াল। দুজন নাবিক সমুদ্রে ভেসে গেল। আরেকজন জ্বরে মারা পড়ল। রবিনসন ধরেই নিয়েছিল, যেকোনাে মুহূর্তে সাগর তাদের গিলে খাবে। পালগুলাে ছিড়ে গেছে, মাস্তুল ভেঙে গেছে, জাহাজের কয়েক জায়গায় ফুটো হয়ে পানি ঢুকছে।

 


সলোমনের গুপ্তধন

কয়েকশ বছর আগে সুলিমান পর্বতের ওপার থেকে ঘুরে এসেছিলেন এক অভিযাত্রী। তাঁর চিরকুটে তিনি লিখেছিলেন নিজের দেখা অসীম ঐশ্বর্যের কথা। এই চিরকুটটোকেই সত্যি বলে ধরে নিয়ে তিন দুঃসাহসী অভিযাত্র্রী বের হলো ‍গুপ্তধনের খোঁজে। গুপ্তধনের খোঁজ পেতে হলে তাদের পার হতে হবে তপ্ত মরুভূমি আর তুষার ঝরা প্রান্তর। শেষ পর্যন্ত কুকুয়ানার দেশে পৌঁছে তারা শক্তিশালী কুকুয়ানা যোদ্ধা, হিংস্র রাজা টোয়ালা আর ভয়াল ডাইনি গাগুলের মুখোমুখি হলো। তারা কি পারবে সলোমনের গুপ্তধরন উদ্ধার করতে।


দ্য বুক অব ফ্যাক্টস-২

কয়েক ধরনের ইয়ােরােপীয় ঈল এদের ডিম পাড়ে মেক্সিকো উপসাগরের প্রান্তে অবস্থিত সারগ্যাসসা সাগরে, এদের বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে। ডিম পাড়ার স্থানে পৌছার জন্য, এরা যেকোনাে ধরনের জলপথ ব্যবহার করে, অথবা এমনকি মাটির ওপর দিয়েও কিছু দূর যায় যখন বাঁধের মতাে প্রতিবন্ধক এদের পথে বাধা হয়ে দাঁড়ায়, ইয়ােরােপীয় স্রোত ত্যাগ করে। যখন এরা মহাসাগরে পৌছায়, এরা ৩,০০০ থেকে ৬,০০০ মাইল দূরে এদের গন্তব্যের জন্য যাত্রা শুরু করে। পূর্ণ বয়স্ক ঈল প্রজননক্ষেত্র থেকে ফিরে আসে না বরং, উপসাগরের স্রোতে ভেসে, ডিম থেকে বের হওয়া নতুন লার্ভা ইয়ােরােপে ফিরে আসে, প্রায় তিন বছরের একটা ভ্রমণ। কার্যকরী দিক দিয়ে ডলফিনের লেজের চালনাশক্তি জাহাজের প্রােপেলারের চালনাশক্তির চেয়ে ভালাে নির্দিষ্ট শক্তি অর্জনের জন্য এদের কম শক্তি ব্যয় করতে হয়।

 


হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন

হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন বইয়ের কাহিনী শুরু হয়, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কালো জাদুকর লর্ড ভলডেমর্ট এর পতনের মাধ্যমে। যে এক বছর বয়স্ক হ্যারির বাবা মাকে হত্যা করে এবং হ্যারিকে হত্যা করার চেষ্টার সময় রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এর ফলে অনাথ হ্যারির জায়গা হয় তার খালা ও খালু পেতুনিয়া ও ভার্নন ডার্সলির পরিবারে। এগার বছর বয়সে হ্যারি হগওয়ার্টস স্কুল থেকে একটি চিঠি পায় এবং জানতে পারে যে সে একজন জাদুকর। অর্ধ দানব এবং হগওয়ার্টসের চাবি ও ভূমির রক্ষক রুবিয়াস হ্যাগ্রিড এর সহযোগিতায় হ্যারি স্কুলের জন্য প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করে এবং হগওয়ার্টসে পৌঁছায়।

হগওয়ার্টসে হ্যারি গ্রিফিন্ডর হাউজের ছাত্র হিসেবে নির্বাচিত হয় এবং বুঝতে পারে যে, সে জাদুকরদের জগতে অত্যন্ত বিখ্যাত। সে রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার এর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে। তবে স্লিদারিন হাউজের ছাত্র ড্রেকো ম্যালফয় এর সাথে তার শত্রুতা গড়ে উঠে। সকল শিক্ষক হ্যারিকে পছন্দ করলেও একমাত্র পোশন বিষয়ের শিক্ষক সেভেরাস স্নেইপ হ্যারিকে অপছন্দ করত। এসময় ধীরে ধীরে হ্যারি তার বাবা মায়ের অতীত ইতিহাস সম্পর্কে জানতে থাকে। প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের কুইডিচ খেলা নিষিদ্ধ হলেও হ্যারি তার স্বীয় দক্ষতার গুণে গ্রিফিন্ডর হাউজের কুইডিচ টিমে সিকার হিসেবে খেলার সুযোগ পায়।

এসময় হ্যারি জানতে পারে, কোন একজন গ্রিংগটস ব্যাঙ্কের পূর্বেই খালি করা একটি ভল্ট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ রহস্য আরো ঘনীভূত হয় যখন তারা ফ্লাফি নামের তিন মাথাওয়ালা একটি কুকুরকে আবিষ্কার করে যেটি চতুর্থ তালার নিষিদ্ধ করিডোর পাহারা দিচ্ছে। হ্যালোইনের সময় একটি ট্রল স্কুলে ঢুকে পড়ে এবং ঘটনাক্রমে হারমায়োনিকে আক্রমণ করে। হ্যারি ও রন এ সময় তাকে উদ্ধার করে, কিন্তু প্রফেসর ম্যাকগোনাগলের কাছে ধরা পড়ে যায়। তবে হারমায়োনি সব দোষ নিজের বলে স্বীকার করে নেয়। এরপর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব আরো গভীর হয়।

স্লিদারিনদের বিপক্ষে হ্যারির প্রথম কুইডিচ ম্যাচে, হ্যারি তার ঝাড়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হারমায়োনি লক্ষ্য করে যে, স্নেইপ বিড়বিড় করে কিছু বলছে। সে স্নেইপের আলখাল্লায় আগুন লাগিয়ে দেয়। এ সুযোগে হ্যারি স্নিচটি ধরে ফেললে গ্রিফিন্ডর হাউজ জয়ী হয়।

ক্রিসমাস বা বড়দিনের সময় একজন অজানা ব্যক্তি হ্যারিকে তার বাবার অদৃশ্য হওয়ার আলখাল্লাটি পায়। এ সময় সে একটি পরিত্যক্ত রুমে এরিসেডের আয়না দেখতে পায়, যার মধ্যে মানুষের অন্তরের সবচেয়ে গভীর ইচ্ছা প্রতিফলিত হয়। হ্যারি তার মৃত বাবা মাকে এই আয়নায় দেখতে পায়। এদিকে, হ্যারি, রন ও হারমায়োনি নিকোলাস ফ্লামেল সম্পর্কে জানতে পারে। যিনি ফিলোসফার্স স্টোন বা পরশপাথরের স্রষ্টা। পরশপাথর হল এমন একটি পাথর যা যেকোন ধাতুকে সোনায় পরিণত করে এবং যা ব্যবহার করে এলিক্সির অফ লাইফ তৈরি করা যায়। তারা আরো জানতে পারে যে, এই পাথরটি হগওয়ার্টসে লুকানো আছে এবং ফ্লাফি এটিকে পাহারা দিচ্ছে। ভলডেমর্ট পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য পাথরটি চুরি করার চেষ্টা করছে।

হ্যারি তাৎক্ষণিকভাবে সন্দেহ করে যে, স্নেইপ ভলডেমর্টের জন্য পাথরটি চুরি করার প্রচেষ্টা চালাচ্ছে। এসময় হ্যারি ডিটেনশনের জন্য নিষিদ্ধ বনে যায় এবং দেখতে পায় যে, একটি কালো ছায়া একটি আহত ইউনিকর্নের রক্তপান করছে। ফিরেঞ্জ নামের একজন সেনট্যার জানায় যে, এই কালো ছায়াটি হচ্ছে ভলডেমর্ট। ভলডেমর্ট নিষিদ্ধ বনে ইউনিকর্নদের হত্যা করছে এবং এদের রক্ত পান করছে। কারণ ইউনিকর্নের রক্ত মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও তাকে সারাজীবনের জন্য অভিশপ্ত করে দেয়। ইউনিকর্নকে হত্যা করা একটি মারাত্মক অপরাধ। এ সময় হ্যাগ্রিড একটি ড্রাগনের ডিমের বিনিময়ে অসাবধানতাবশত একজন অপরিচিত আগন্তুকের নিকট পরশপাথরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার উপায় ফাঁস করে দেয়। হ্যারি সন্দেহ করে, আগন্তুকটি ছিল স্নেইপ এবং সে অচিরেই পাথরটি চুরি করবে।